পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল কিছুই চাব না মাগো আপনার তরে, পেয়েছি যা শুধিব সে ঋণ, পেয়েছি যে প্রেম-স্থধা হৃদয় ভিতরে ঢালিয়া তা” দিব নিশিদিন । স্থখ শুধু পাওয়া যায় স্থখ না চাহিলে, প্রেম দিলে প্রেমে পূরে প্রাণ, নিশিদিসি আপনার ক্রনদন গাহিলে ক্ৰন্দনের নাহি অবসান । মধুপাত্রে হতপ্রাণ পিপীলির মত ভোগস্থখে জীর্ণ হয়ে থাকা, ঝুলে থাকা বাহুড়ের মত শির নত অাকড়িয়া সংসারের শাখা, জগতের হিসাবেতে শূন্ত হয়ে হায় আপনারে আপনি ভক্ষণ, ফুলে উঠে ফেটে যাওয়া জলবিম্ব প্রায় এই কি রে হুখের লক্ষণ ? এই অহিফেন-হুখ কে চায় ইহাকে মানবত্ব এ নয় এ নয় । রাহুর মতন স্থখ গ্রাস করে’ রাখে মানবের মানব-হৃদয় । be o