পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানবেরে বল দেয় সহস্ৰ বিপদ, প্রাণ দেয় সহস্ৰ ভাবনা, দারিদ্র্যে খুজিয়া পাই মনের সম্পদ, শোকে পাই অনন্ত সান্তুনা । চিরদিবসের সুখ রয়েছে গোপন আপনার আত্মার মাঝার । চারিদিকে স্থখ খুজে শ্রান্ত প্রাণ মন, হেথা আছে, কোথা নেই আর । বাহিরের স্থখ সে সুখের মরীচিকা, বাহিরেতে নিয়ে যায় ছলে’, যখন মিলায়ে যায় মায়া-কুহেলিকা, কেন কাদি সুখ নেই বলে’ । দাড়াও সে অন্তরের শান্তি-নিকেতনে চিরজ্যোতি চিরছায়াময় । ঝড়হীন রৌদ্রহীন নিভৃত আলয়ে জীবনের অনন্ত আলয় । পুণ্য-জ্যোতি মুখে লয়ে পুণ্য হাসিখানি, অন্নপূর্ণা জননী সমান, মহা সুখে স্থখ দুঃখ কিছু নাহি মানি কর সবে স্থখ শান্তিদান । b">