এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কড়ি ও কোমল অন্ধকার নাহি যায় বিবাদ করিলে মানে না বাহুর আক্রমণ । একটি আলোকশিখা সমুখে ধরিলে নীরবে করে সে পলায়ন । এস মা, উষার আলো, অকলঙ্ক প্রাণ, দাড়াও এ সংসার-আঁধারে । জাগাও জাগ্ৰত-হৃদে আনন্দের গান, কুল দাও নিদ্রার পাথারে । চারিদিকে নৃশংসতা করে হানাহানি, মানবের পাষণণ পরাণ । শাণিত ছুরীর মত বিধাইয়া বাণী হৃদয়ের রক্ত করে পান । তৃষিত কাতর প্রাণী মাগিতেছে জল উল্কা ধারা করিছে বৰ্মণ, শ্যামল আশার ক্ষেত্র করিয়া বিফল স্বার্থ দিয়ে করিছে কর্ষণ । শুধু এসে একবার দাড়াও কাতরে মেলি দুটি সকরুণ চোখ, পড়ক দু-ফোটা অশ্র জগতের পরে যেন দুটি বাল্মীকির শ্লোক ।
- 8