এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ব্যথিত করুক স্বান তোমার নয়নে করুণার অমৃত-নিঝরে, তোমারে কাতর হেরি, মানবের মনে দয়া হবে মানবের পরে । সমুদয় মানবের সৌন্দর্ঘ্যে ডুবিয়া হও তুমি অক্ষয় সুন্দর। ক্ষুদ্র রূপ কোথা যায় বাতাসে উবিয়া দুই চারি পলকের পর । তোমার সৌন্দর্ঘ্যে হোক মানব সুন্দর, প্রেমে তব বিশ্ব হোক আলো । তোমারে হেরিয়া যেন মুগুধ অন্তর মানুষে মানুষ বাসে ভালো । br(?