এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পত্র (○) আমার এ গান, মাগো, শুধু কি নিমেষে মিলাইবে হৃদয়ের কাছাকাছি এসে ? অামার প্রাণের কথা নিদ্রাহান আকুলত৷ শুধু নিশ্বাসের মত যাবে কি মা ভেসে ? এ গান তোমারে সদা ঘিরে যেন রাখে, সত্যের পথের পরে নাম ধরে ডাকে । সংসারের সুখে তুখে চেয়ে থাকে তোর মুখে, চির আশীর্ববাদসম কাছে কাছে থাকে । বিজনে সঙ্গীর মত করে যেন বাস । অনুক্ষণ শোনে তোর হৃদয়ের আশ । পড়িয়া সংসারঘোরে কাদিতে হেরিলে তোরে ভাগ করে নেয় যেন দুখের নিশ্বাস । し^"