পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১০২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রভাত-সঙ্গীত

এ শোভা দেখিলে জড়ের শরীরে
পরাণ নাচিয়া ওঠে।
তুই শুধু ওরে ভিতরে বসিয়া
গুমরি মরিতে চাস্‌।
তুই শুধু ওরে করিস রোদন
ফেলিস্ দুখের শ্বাস!
ভূমিতে পড়িয়া, আঁধারে বসিয়া
আপনা লইয়া রত,
আপনারে সদা কোলেতে তুলিয়া
সোহাগ করিস্‌ কত!
আর কত দিন কাটিবে এমন
সময় যে চলে যায়।
ওই শোন্‌ ওই ডাকিছে সবাই
বাহির হইয়া আয়!



৮৮