পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নির্ঝরের স্বপ্নভঙ্গ

ডাকে যেন—ডাকে যেন—সিন্ধু মোরে ডাকে যেন।
আজি চারিদিকে মোর কেন কারাগার হেন?
পৃথিবীরে বুকে লয়ে সমুদ্র একেলা বসি
অসীম প্রাণের কথা কহিতেছে দিবানিশি।
 আপনি জানে না যেন,
 আপনি বুঝে না যেন,
মহাসিন্ধু ধ্যানে বসি, আপনি উঠিছে বাণী;
কেহ শুনিবার নাই—নাই কোথা জনপ্রাণী।
কেবল আকাশ একা দাড়ায়ে রয়েছে তথা,
নীরব শিষ্যের মত শুনিছে মহান কথা।
কি কথারে—কি কথা সে—শুনিতে ব্যাকুল প্রাণ,
একেল কবির মত গাহিছে কিসের গান!
শীত নাই, গ্রীষ্ম নাই, দিন নাই, রাত্রি নাই,
 সঙ্গী নাই, জনপ্রাণী নাই,
একাকী চরণপ্রান্তে বসিয়া শুনিব তাই।
আসিবে গভীর রাত্রি আঁধারে জগত ঢাকি
দিশাহারা অন্ধকারে মুদিয়া রহিব আঁখি।
 স্তব্ধতার প্রাণ উঘাটিয়া
 ভেদি সেই অন্ধকার ঘোর
 কেবলি সে একতান
 সমুদ্রের বেদগান
সারারাত্রি অবিশ্রাম পশিবে শ্রবণে মোর।

৯৯