পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত

একবার ভেবে দেখু——ভেবে দে মন
পৃথিবীতে পাখী কেন গায়;
জাগিয়া দেখে সে চেয়ে প্রভাত-কিরণ
আকাশেতে উথলিয়া যায়;
অমনি নয়নে ফোটে আনন্দের আলো,
কণ্ঠ তুলি মনের উচ্ছ্বাসে
সঙ্গীতনির্ঝরস্রোতে ঢেলে দেয় প্রাণ—
ঢেলে দেয় অনন্ত আকাশে।
কনক মেঘেতে যেন খেলবার তরে
গানগুলি ছুটে বাহু তুলি;
প্রিয়তমা পাশে বসি——বুকের কাছেতে
ঘেঁসে আসে ছোট ছানাগুলি।

কাল গান ফুরাইবে, তা বলে গাবে না কেন,
আজ যবে হয়েছে প্রভাত;
আজ যবে জ্বলিছে শিশির,
আজ যবে কুসুম-কাননে
বহিয়াছে বিমল সমীর
আজ যবে ফুটেছে কুসুম,
নলিনীর ভাঙিয়াছে ঘুম,
পল্লবের শ্যামল-হিল্লোল,
তটিনীতে উঠেছে কল্লোল,

১০৬