পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অনন্ত জীবন

নয়নেতে মোহ লাগিয়াছে,
পরাণেতে প্রেম জাগিয়াছে।

তোরা ফুল, তোরা পাখী, তোরা খোলা প্রাণ,
জগতের আনন্দ যে তোরা,
জগতের বিষাদ-পাসরা।
পৃথিবীতে উঠিয়াছে আনন্দ-লহরী
তোরা তার একেকটি ঢেউ,
কখন্ উঠিলি আর কখন্ মিলালি
জানিতেও পারিল না কেউ।
কত শত উঠিতেছে, যেতেছে টুটিয়া,
কে বল রাখিবে তাহা মনে;
তা বলে কি সাধ যায় লুকাইতে প্রাণ
সূর্য্যহীন আঁধার মরণে?
যা হবে তা হবে মোর, কিসের ভাবনা,
রাখি শুধু মুহূর্ত্তের আশ,
আনন্দ-সাগর মাঝে উঠিব একটি ঢেউ
মুহূর্ত্তেই পাইব বিনাশ।
প্রতিদিন কত শত ফুটে ওঠে ফুল,
প্রতিদিন ঝরে পড়ে যায়,
ফুল-বাস মুহূর্তে ফুরায়।

১০৭