পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত


তোরাও আসিবি ভাই, উঠিবিরে দশ দিকে,
এক সাথে হইবে মিলন,
ডোরে ডোরে লাগিবে বাঁধন।
আমাদের মরণের জালে
জগৎ ফেলিব আবরিয়া
এ অনন্ত আকাশ-সাগরে
দশ দিক্ রহিব ঘেরিয়া।
পড়িবে তপন, তায় চন্দ্রমা জড়ায়ে যাবে,
পড়িবেক কোটি কোটি তারা
পৃথ্বী কোথা হয়ে যাবে হারা।
আয় ভাই সব যাই ভুলি,
সকলে করিরে কোলাকুলি।
সে কিরে আনন্দ-মহোৎসব,
জগতেরে ফেলিব ঘেরিয়া,
আমাদের মরণের মাঝে
চরাচর বেড়াবে ঘুরিয়া।

জয় হোক্ জয় হোক্, মরণের জয় হোক্,
আমাদের অনন্ত মরণ,
মরণের হবে না মরণ।
এ ধরায় মোরা সবে শতাব্দীর ক্ষুদ্র শিশু
লইলাম তোমার শরণ,

১১৮