পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



পুনর্ম্মিলন


কিসের হরষ-কোলাহল,
শুধাই তোদের, তোরা বল্!
আনন্দ-মাঝারে সব উঠিতেছে ভেসে ভেসে,
আনন্দে হতেছে কভ লীন।
চাহিয়া ধরণীপানে নব আনন্দের গানে
মনে পড়ে আর একদিন।
সে তখন ছেলেবেলা—রজনী প্রভাত হলে
তাড়াতাড়ি শয্যা ছাড়ি ছুটিয়া যেতেম চলে;–
সারি সারি নারিকেল বাগানের একপাশে,
বাতাস আকুল করে আম্র-মুকুলের বাসে—
পথপাশে দুই ধারে
বেল ফুল ভারে ভারে
ফুটে আছে, শিশুমুখে প্রথম হাসির প্রায়—
বাগানে পা দিতে দিতে
গন্ধ আসে আচম্বিতে,
নরগেশ কোথা ফুটে খুজে তারে পাওয়া দায়।
মাঝেতে বাঁধানে বেদী, যুঁই গাছ চারি ধারে;–
সূর্য্যোদয় দেখা দিত প্রাচীরের পরপারে।

১২০