পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত


আঁকড়ি শিকড়-মুঠে
প্রাচীর ফেলেছে টুটে,
খোপেখাপে ঝোপেঝাপে কত না বিস্ময় ভয়!
বসি শাখে পার্থী ডাকে সারাদিন একতান,
চারিদিক স্তব্ধ হেরি কি যেন করিত প্রাণ!
মৃদু তপ্ত সমীরণ গায়েতে লাগিত এসে,
সেই সমীরণস্রোতে কত কি আসিত ভেসে।
কোন্ সমুদ্রের কাছে
মায়াময় রাজ্য আছে,
সেথা হতে উড়ে আসে পাখীর ঝাঁকের মত
কত মায়া, কত পরা, রূপকথা কত শত।

আরেকটি ছোট ঘর মনে পড়ে নদীকূলে,
সম্মুখে পেয়ারাগাছ ভরে আছে ফলেফুলে।
বসিয়া ছায়াতে তারি ভুলিয়া শৈশবখেলা
জাহ্নবী-প্রবাহপানে চেয়ে আছি সারাবেলা।
ছায়া কাঁপে আলো কাঁপে ঝুরুঝুরু বহে যায়—
ঝরঝর মরমর পাতা ঝরে পড়ে যায়।

সাধ যেত যাই ভেসে
কত রাজ্যে কত দেশে,
দুলায়ে দুলায়ে ঢেউ নিয়ে যাবে কত দূর—

১২২