পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত


ভ্রমিলাম দূরে দূরে—কে জানিত বল দেখি
হেথা এত ভালবাসা আছে।
যে দিকেই চেয়ে দেখি সেই দিকে ভালবাসা
ভাসিতেছে নয়নের কাছে।
মা আমার, আজ আমি কতশত দিন পরে
যখনিরে দাঁড়ানু সম্মুখে,
অমনি চুমিলি মুখ, কিছু নাই অভিমান,
অমনি লইলি তুলে বুকে।
ছাড়িব না তোর কোল, র’ব হেথা অবিরাম,
তোর কাছে শিখিবরে স্নেহ,
সবারে বাসিব ভালো; কেহ না নিরাশ হবে
মোরে ভালবাসিবে যে কেহ।


১২৮