পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রতিধ্বনি


এলানো কুন্তলজালে সন্ধ্যার তারকাগুলি
গান শুনে মুদিছে নয়ান।
বিচিত্র সৌন্দর্য্য জগতের
হেথা আসি হইতেছে লয়।
সঙ্গীত, সৌরভ, শোভা, জগতে যা কিছু আছে,
সবি হেথা প্রতিধ্বনিময়।
প্রতিধ্বনি, তব নিকেতন,
তোমার সে সৌন্দর্য্য অতুল,
প্রাণে জাগে ছায়ার মতন,
ভাষা হয় আকুল ব্যাকুল।
আমরণ চিরদিন কেবলি খুঁজিব তোরে,
কখন কি পাব না সন্ধান?
কেবলি কি র'বি দূরে অতি দূর হতে
শুনিবরে ওই আধ গান?
এই বিশ্বজগতের মাঝখানে দাঁড়াইয়া
বাজাইবি সৌন্দর্য্যের বাঁশি,
অনন্ত জীবনপথে খুঁজিয়া চলিব তোরে
প্রাণমন হইবে উদাসী।
তপনেরে ঘিরি ঘিরি যেমন ঘুরিছে ধরা,
ঘুরিব কি তোর চারিদিকে?
অনন্ত প্রাণের পথে বরষিবি গীত-ধারা
চেয়ে আমি রব অনিমিখে।

১৩৫