পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সন্ধ্যা-সঙ্গীত
উপহার

অয়ি সন্ধ্যে, 
অনন্ত আকাশতলে বসি একাকিনী,
কেশ এলাইয়া,
নত করি স্নেহমাখা মোহময় মুখ
মাথা হেলাইয়া,
মৃদু মৃদু ও কি কথা কহিস্ আপন মনে
মৃত্যু মৃত্যু গান গেয়ে গেয়ে,
ধরণীর মুখ-পানে চেয়ে?

প্রতিদিন শুনিয়াছি, আজো তোর ওই কথা
নারিনু বুঝিতে।
প্রতিদিন শুনিয়াছি, আজো তোর ওই গান
নারিনু শিখিতে।