পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত


তোরি মোহময় গান শুনিতেছি অবিরত
তোরি রূপ কল্পনায় লিখা,
করিসনে প্রবঞ্চনা সত্য করে বল দেখি
তুই ত নহিস্ মরীচিকা?
কতবার আর্ত্তস্বরে শুধায়েছি প্রাণপণে
অয়ি তুমি কোথায়—কোথায়-—
অমনি স্থদূর হতে কেন তুমি বলিয়াছ,
“কে জানে কোথায়?”
আশাময়ী, ওকি কথা, তুমি কি আপনাহারা,
আপনি জান না আপনায়?


১৩৬