এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত সঙ্গীত
উঠিলরে মহাশূন্যে গরজিয়া তরঙ্গিয়া
ছন্দমুক্ত জগতের উন্মত্ত আনন্দ-কোলাহল
ছিঁড়ে গেল রবিশশী গ্রহতারা ধূমকেতু,
কে কোথায় ছুটে গেল,
ভেঙে গেল টুটে গেল,
চন্দ্রে সূর্য্যে গুঁড়াইয়া
চূর্ণ চূর্ণ হয়ে গেল।—
মহা অগ্নি জ্বলিলরে,—
আকাশের অনন্ত হৃদয়
অগ্নি—অগ্নি—শুধু অগ্নিময়।
মহা অগ্নি উঠিল জুলিয়া
জগতের মহা চিতানল।
খণ্ড খণ্ড রবি শশী, ঢ়ণ চূর্ণ গ্রহতারা,
বিন্দু বিন্দু আঁধারের মত
বরষিছে চারিদিক হতে,
অনলের তেজোময় গ্রাসে
নিমেষেতে যেতেছে মিশায়ে।
সৃজনের আরম্ভ-সময়ে
আছিল অনাদি অন্ধকার,
১৫২