পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



কবি

 (অনুবাদ)

ওই যেতেছেন কবি কাননের পথ দিয়া
কতু বা অবাক, কভু ভকতি-বিহবল হিয়া।
নিজের প্রাণের মাঝে
একটি যে বীণা বাজে,
সে বীণা শুনিতেছেন হৃদয়-মাঝারে গিয়া।
বনে যতগুলি ফুল আলো করি ছিল শাখা,
কারে কচি তনুখানি নীল বসনেতে ঢাকা,
কারো বা সোনার মুখ,
কেহ রাঙা টুকটুক,
কারো বা শতেক রঙ যেন ময়ূরের পাখা।
কবিরে আসিতে দেখি হরষেতে হেলি দুলি
হাব ভাব করে কত রূপসী সে মেয়েগুলি।
বলাবলি করে, আর ফিরিয়া ফিরিয়া চায়,
“প্রণয়ী মোদের ওই দেখলো চলিয়া যায়।”

সে অরণ্যে বনস্পতি মহান বিশাল-কায়া,
হেথায় জাগিছে আলো, হোথায় ঘুমায় ছায়া।

১৫৪