পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবি

 কোথাও বা বৃদ্ধবট—
মাথায় নিবিড় জট;
ত্রিবলিঅঙ্কিত দেহ প্রকাণ্ড তমাল শাল;
কোথা বা ঋষির মত
অশথের গাছ যত
দাঁড়ায়ে রয়েছে মৌন ছড়ায়ে আঁধার ডাল।
মহর্ষি গুরুরে হেরি অমনি ভকতিভরে
সসন্ত্রমে শিষ্যগণ যেমন প্রণাম করে,
তেমনি কবিরে দেখি গাছের দাঁড়াল নুয়ে,
লতা-শ্মশ্রুময় মাথা ঝুলিয়া পড়িল ভুঁয়ে।
একদৃষ্টে চেয়ে দেখি প্রশান্ত সে মুখচ্ছবি,
চুপি চুপি কহে তারা “ওই সেই! ওই কবি।”
 Victor Hugo.


১৫৫