পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
উপহার


বিজন গভীর রাতে ওই তারকার মাঝে
বসিয়া গাহিত যেন গান,
ওইখান হতে যেন কোন্ সুদুরের পথে
চাহিত সে মেলিয়া নয়ান!
সেই সব পড়ে বুঝি মনে,
অশ্রুবারি ঝরে দু-নয়নে।


যেন পূর্ব্ব জনমের প্রথম প্রেয়সী তার
ওইখানে ফেলে আসিয়াছে;
প্রাণ বুঝি তাহাদের কাছে
আর বার ফিরে যেতে চায়—
পথ তবু খুঁজিয়া না পায়।
কত না পুরানো কথা, কত না হারানো গান
কত না প্রাণের দীর্ঘশ্বাস,
সরমের আধ হাসি সোহাগের আধ বাণী
প্রণয়ের আধ মৃদু ভাষ,
সন্ধ্যা, তোর ওই অন্ধকারে
হারাইয়া গেছে একেবারে!
পূর্ণ করি অন্ধকার তোর
তারা সবে ভাসিয়া বেড়ায়,
যুগান্তের প্রশান্ত হৃদয়ে
ভাঙাচোরা জগতের প্রায়।