পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চেয়ে থাকা


বহিয়া যায়, ভাসিয়া যায়,
কত না নরনারী।
না জানি তারা কোথায় থাকে
যেতেছে কোন দেশে;
সুদুর তীরে কোথায় গিয়ে
থামিবে অবশেষে।
কত কি আশা গড়িছে বসে
তাদের মনখানি,
কত কি সুখ, কত কি দুখ,
কিছুই নাহি জানি।


দেখিব পাখী আকাশে ওড়ে,
সুদূরে উড়ে যায়,
মিশায়ে যায় কিরণ-মাঝে
আঁধার-রেখাপ্রায়।
তাহারি সাথে সারাটি দিন
উড়িবে মোর প্রাণ;
নীরবে বসি তাহারি সাথে
গাহিব তারি গান।
তাহারি মত মেঘের মাঝে
বাঁধিতে চাহি বাসা,

১৬৭