এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত-সঙ্গীত
দুইটি ফোঁটা বাহিরে জল
দুইটি আঁখি দিয়ে।
যায়রে সাধ জগৎপানে
কেবলি চেয়ে রই
অবাক্ হয়ে, আপনা ভুলে,
কথাটি নাহি কই।
১৭০