পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৯৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ছবি ও গান

যেখেন দিয়ে হেসে গেছে,
হাসি তার রেখে গেছেরে,
মনে হল আঁখির কোণে
আমায় যেন ডেকে গেছে সে।
আমি  কোথায় যাব কোথায় যাব,
ভাবতেছি তাই একলা বসে।

সে  চাঁদের চোখে বুলিয়ে গেল
ঘুমের ঘোর।
সে  প্রাণের কোথা দুলিয়ে গেল
ফুলের ডোর।
সে  কুসুম বনের উপর দিয়ে
কি কথা যে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে
সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল,
নয়ন আমার মুদে এল,
কোথা দিয়ে কোথায় গেল সে।


১৮৪