পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২০৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ছবি ও গান


পাখীরা এল ঘরে,
কত যে গান করে,
দুটিতে বসে বসে দোলে।
হের, সুধামুখী মেয়ে
কি চাওয়া আছে চেয়ে
মু'খানি থুয়ে তার বুকে।
কি মায়া মাখা চাঁদমুখে।


হাতে তার কাঁকন দুগাছি,
কানেতে তুলিছে তার দুল,
হাসি-হাসি মুখখানি তার
ফুটেছে সাঁঝের জুঁই ফুল।
গলেতে বাহু বেঁধে
দুজনে কাছাকাছি,
দুলিছে এলোচুল
দুলিছে মালাগাছি।
আঁধার ঘনাইল,
পাখীরা ঘুমাইল,
সোনার রবি-আলো আকাশে মিলাইল।
মেঘেরা কোথা গেল চলে,
দুজনে বসে বসে দোলে।

১৯২