পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২০৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ছবি ও গান


ওর  চরণ চলিতে বাধে-বাধে
শুধালে কথাটি নাহি কয়।
বড় বড় আকুল নয়ন
শুধু মুখপানে চেয়ে রয়।
নয়ন করিছে ছল্‌ ছল্‌,
এখনি পড়িবে যেন জল।


১৯৪