পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২১০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



আদরিণী


এক্‌টুখানি সোনার বিন্দু, এক্‌টুখানি মুখ,
এক এক্‌টি বনফুল ফোটে-ফোটে হয়েছে,
কচি কচি পাতার মাঝে মাথা থুয়ে রয়েছে।
চার্‌দিকে তার গাছের ছায়া, চার্‌দিকে তার নিসুতি,
চার্‌দিকে তার ঝোপে-ঝাপে আঁধার দিয়ে ঢেকেছে,
বনের সে যে স্নেহের ধন আদরিণী মেয়ে,
তারে  বুকের কাছে নুকিয়ে যেন রেখেছে।


এক্‌টি‌ যেন রবির কিরণ ভোরের বেলা বনের মাঝে,
খেলাতেছিল নেচে নেচে,
নিরালাতে গাছের ছায়ে,  আঁধারেতে শ্রান্তকায়ে
সে যেন ঘুমিয়ে পড়েছে।
বনদেবী করুণ-হিয়ে  তারে যেন কুড়িয়ে নিয়ে
যতন করে আপন ঘরেতে।
থুয়ে কোমল পাতার ’পরে  মায়ের মত স্নেহভরে
ছোঁয় তারে কোমল করেতে।

১৯৬