পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২১৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ছবি ও গান


আঁখি দুটি নৃত্য করে,
নাচে চুল পিঠের ’পরে,
হাসিগুলি চোখে মুখে নুকোচুরি খেলা করে।
যেন  মেঘের কাছে ছুটি পেয়ে
বিদ্যুতেরা এল ধেয়ে,
আনন্দে হলরে আপন্‌-হারা।
ওদের  হাসি দেখে খেলা দেখে,
আকাশের একধার থেকে
মৃদু মৃদু হাস্‌চে একটি তারা।

ঝাউগাছে পাতাটি নড়ে না,
কামিনীর পাপ্‌ড়িটি পড়ে না।
আঁধার কাকের দল
সাঙ্গ করি কোলাহল,
কালো কালো গাছের ছায়ে,
কে কোথায় মিশায়ে যায়—
আকাশেতে পাখীটি ওড়ে না।

সাড়াশব্দ কোথায় গেল,
নিঝুম হয়ে এল এল
গাছপালা বন গ্রামের আশে পাশে।

২০০