পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সন্ধ্যা-সঙ্গীত

তাই তোরে ডাকিতেছি আমি
কবিতা রে, আয় একবার,
নিরিবিলি দুটিতে মিলিয়া
র’ব হেথা, বধূটি আমার।

মেঘ হতে নেমে ধীরে ধীরে
আয় লো কবিতা মোর বামে।
চম্পক-অঙ্গুলি দিয়ে
অন্ধকার ধীরে সরাইয়ে,
যেমন করিয়া উষা নামে।
বায়ু হতে আয় লো কবিতা,
আসিয়া বসিবি মোর পাশে,
কে জানে বনের কোথা হতে
ভেসে ভেসে সমীরণ-স্রোতে
সৌরভ যেমন করে আসে।

হৃদয়ের অন্তঃপুর হতে
বধূ মোর, ধীরে ধীরে আয়।
ভীরু প্রেম যেমন করিয়া
ধীরে উঠে হৃদয় ধরিয়া
বঁধুর পায়ের কাছে গিয়ে
অমনি মূরছি পড়ে যায়।