পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২২৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সুখের স্মৃতি


অতি দূরে বাজে ধীরে বাঁশি,
অতি সুখে পরাণ উদাসী,
অধরেতে স্খলিতচরণা
মদিরহিল্লোলময়ী হাসি।
কে যেনরে চুমো খেয়ে তারে
চলে গেছে এই কিছু আগে;
চুমোটিরে বাঁধি ফুলহারে
অধরেতে হাসির মাঝারে,
চুমোতে চাঁদের চুমো দিয়ে
রেখেছেরে যতনে সোহাগে।
তাই সেই চুমোটিরে ঘিরে
হাসি গুলি সারারাত জাগে।
কে যেনরে বসে তার কাছে
গুন্‌ গুন্‌ করে বলে গেছে
মধুমাখা বাণী কানে কানে,
পরাণের কুসুম-কারায়,
কথাগুলি উড়িয়ে বেড়ায়,
বাহিরিতে পথ নাহি জানে।
অতি দূর বাঁশরির গানে
সে বাণী জড়িয়ে যেন গেছে,
অবিরত স্বপনের মত
ঘুরিয়ে বেড়ায় কাছে কাছে।

২০৯