পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২২৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



পাগল


আপন মনে বেড়ায় গান গেয়ে,
গান  কেউ শোনে, কেউ শোনে না।
ঘুরে বেড়ায় জগৎ-পানে চেয়ে
তারে  কেউ দেখে, কেউ দেখে না।
সে যেন  গানের মত প্রাণের মত শুধু
সৌরভের মত উড়্‌ছে বাতাসেতে,
আপনারে ত আপ্‌নি সে জানে না,
তবু  আপ্‌নাতে সে আপনি আছে মেতে।


লতা তার গায়ে পড়ে,
ফুল তার পায়ে পড়ে,
নদীর মুখে কুলু কুলু রা’।
গায়ের কাছে বাতাস করে বা’।


যেখেন দিয়ে যায় সে চলে  সেথায় যেন ঢেউ খেলে যায়,
বাতাস যেন আকুল হয়ে ওঠে,
ধরা যেন চরণ ছুঁয়ে   শিউরে ওঠে শ্যামল দেহে
লতায় যেন কুসুম ফোটে-ফোটে।

২১৩