পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



বাদল


একলা ঘরে বসে আছি, কেহই ত নেই কাছে,
সারাটা দিন মেঘ করে যে আছে।
শ্যামল বনের শ্যামল শিরে,
মেঘের ছায়া নেমেছেরে,
মেঘের ছায়া কুঁড়ে ঘরের 'পরে,
ভাঙাচোরা পথের ধারে,
ঘন বাঁশের বনের ধারে,
মেঘের ছায়া ঘনিয়ে ষেন ধরে।

বিজন ঘরে বাতায়নে,
সারাটা দিন আপন মনে,
বসে বসে বাইরে চেয়ে দেখি,
টুপুটুপু বৃষ্টি পড়ে,
পাতা হতে পাতায় ঝরে,
ডালে বসে ভেজে একটি পাখী।
তালপুকুরে, জলের 'পরে,
বৃষ্ট্রিবারি নেচে বেড়ায়,
ছেলেরা মেতে বেড়ায় জলে

২১৭