এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছবি ও গান
মেয়েগুলি কলসী নিয়ে,
চলে আসে পথ দিয়ে,
আঁধারভরা গাছের তলে তলে।
কে জানে কি মনেতে আশ,
উঠছে ধীরে দীর্ঘ-নিশাস,
বায়ু উঠে শ্বসিয়া শ্বসিয়া।
ডালপালা হাহা করে
বৃষ্টি-বিন্দু ঝরে পডে
পাতা পড়ে খসিয়া খসিয়া।
২১৮