এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছবি ও গান
সুদুর অরণ্যতলে ডালপালা পায়ে দলে
আর্ত্তনাদ করে যেন ছোটে।
এ অনন্ত অন্ধকারে কেরে সে, খুঁজিছে কারে,
তন্ন তন্ন আকাশ-গহবর।
তারে নাহি দেখে কেহ শুধু শিহরায় দেহ
শুনি তার তীব্র কণ্ঠস্বর।
তুই কি রে নিশীথিনী অন্ধকারে অনাথিনী
হারাইলি জগতেরে তোর;
অনন্ত আকাশ 'পরি ছুটিসরে হাহা করি,
আলোড়িয়া অন্ধকার ঘোর।
কে আজিরে তোর সাথে ধরি তোর হাতে হাতে
খুঁজিতে চাহিছে যেন কারে!
মহাশূন্যে দাঁড়াইয়ে, প্রান্ত হতে প্রান্তে গিয়ে,
কে চাহে কাঁদিতে অন্ধকারে!
আঁধারেতে আঁখি ফুটে ঝটিকার পরে ছুটে
তীক্ষশিখা বিদ্যুৎ মাড়ায়ে,
হুহু করি নিশ্বাসিয়া চলে যাবে উদাসিয়া
কেশপাশ আকাশে ছড়ায়ে।
উলঙ্গিনী উন্মাদিনী, ঝটিকার কণ্ঠ জিনি
তীব্র কণ্ঠে ডাকিবে তাহারে,
সে বিলাপ কেঁপে কেঁপে বেড়াবে আকাশ ব্যোপে
ধ্বনিয়া অনন্ত অন্ধকারে।
২২০