এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সন্ধ্যা
ব্যথা বড় বাজিয়াছে প্রাণে,
সন্ধ্যা তুই ধীরে ধীরে আয়।
কাছে আয়——আরো কাছে আয়——
সঙ্গীহারা হৃদয় আমার
তোর বুকে লুকাইতে চায়।
তোর কাছে ফেলিরে নিশ্বাস,
তোর কাছে কহি মন-কথা,
তোর কাছে করি প্রসারিত
প্রাণের নিভৃত নীরবতা।
তোর গান শুনিতে শুনিতে
তোর তারা গুনিতে গুনিতে,
নয়ন মুদিয়া আসে মোর,
হৃদয় হইয়া আসে ভোর——
স্বপন গোধূলিময় প্রাণ
হারায় প্রাণের মাঝে তোর।
একটি কথাও নাই মুখে,
চেয়ে শুধু রোস্ মুখপানে
অনিমেষ আনত নয়ানে।
১১