পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



নিশীথ জগৎ


 জন্মেছি নিশীথে আমি, তারার আলোকে
 রয়েছি বসিয়া,
চারিদিকে নিশীথিনী মাঝে মাঝে হুহু করি
 উঠিছে শ্বসিয়া।
পশ্চিমে করেছে মেঘ, নিবিড় মেঘের প্রান্তে
 স্ফুরিছে দামিনী,
দুঃস্বপ্ন ভাঙিয়া যেন শিহরি মেলিছে আঁখি
 চকিত যামিনী।

 আঁধারে অরণ্যভূমি নয়ন মুদিয়া
 করিতেছে ধ্যান,
অসীম আঁধার নিশা আপনার পানে চেয়ে
 হারায়েছে জ্ঞান।
 মাথার উপর দিয়া উড়িছে বাদুড়
 কাঁদিছে পেচক,
 একেলা রয়েছি বসি, চেয়ে শূন্যপানে,
 না পড়ে পলক।

আঁধারের প্রাণী যত ভূমিতলে হাত দিয়া
 ঘুরিয়া বেড়ায়,

২৫১