পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



তারকার আত্মহত্যা


জ্যোতির্ম্ময় তীর হতে আঁধার সাগরে
ঝাঁপায়ে পড়িল এক তারা,
একেবারে উন্মাদের পারা।
চৌদিকে অসংখ্য তারা রহিল চাহিয়া
অবাক্-হইয়া-
এই যে জ্যোতির বিন্দু আছিল তাহাদের মাঝে
মুহুর্ত্তে সে গেল মিশাইয়া।
যে সমুদ্র-তলে
মনোদুঃখে আত্মঘাতী
চির-নির্ব্বাপিত ভাতি-
শত মৃত তারকার
মৃত দেহ রয়েছে শয়ান,
সেথায় সে করেছে পয়ান।

কেন গো কি হয়েছিল তার?
একবার শুধালে না কেহ?
কি লাগি সে তেয়াগিল দেহ?

১৪