এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রকৃতির প্রতিশোধ হের গো প্রভাত হল স্থায্য উঠে ফুল ফুটেছে বনে, আমরা শুীমকে নিয়ে গোষ্ঠে যাব আজ করেছি মনে । ওগো, পীতধড়া পরিয়ে তারে কোলে নিয়ে আয় । তার হাতে দিও মোহন বেণু নুপুর দিও পায় । রোদের বেলায় গাছের তলায় নাম্ব মোরা সবাই মিলে । বাজুষে নুপুর রুণুঝুনু বাবে বাশি মধুর বোলে, বন-ফুলে গাথুব মালা পরিয়ে দিব শু্যামের গলে । ( প্রস্থান ) বালকপুত্র সমেত স্ত্রীলোকের প্রবেশ ( পথিকের প্রতি ) হ্যাগ দাদাঠাকুর, এত ব্যস্ত হয়ে কমনে চলেছ ! পথিক । আজ শিষ্যবাড়ি চলেছি নাতনী । অনেকগুলি ঘর আজকের মধ্যে সেরে আসতে হবে, তাই সকাল সকাল বেরিয়েছি। তুমি কোথায় যাচ্চ গা ? ՀԳ >