পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ ১ । ( প্রণাম করিয়া) ঠাকুর, একটা সন্দেহ উপস্থিত হয়েচে । সন্ন্যাসী । কি সংশয় ? ২ । প্রভু, আমাদের দুই গুরুর বিচার শুনে অবধি আমরা দুই জনে মিলে তিন দিন তিন রাত্রি অনবরত ভাবচি, স্থল হতে সূক্ষ, না সূক্ষম হতে স্থল, কিছুতেই নির্ণয় কৰ্ত্তে পারচিনে । সন্ন্যাসী। স্থল কোথা ! স্থল সূক্ষ ভেদ কিছু নাই, নানারূপে ব্যক্ত হয় শক্তি প্রকৃতির। সবি সূক্ষ, সবি স্থল, ভেদ সেত ভ্ৰম ! ১ । আমিও ত তাই বলি। আমার মাধব গুরুও ত তাই বলেন । ২। আমারও ত ঐ মত। আমার জনাৰ্দ্দন গুরুরও ঐ মত। উভয়ে । ( প্রণাম করিয়া) চল্লেম প্রভু। (বিবাদ করিতে করিতে প্রস্থান ) সন্ন্যাস । হারে মূখ, দুজনেই বুঝিল না কিছু। এক খণ্ড কথা পেয়ে লভিল সান্তুনা । জ্ঞানরত্ব খুজে খুজে খনি খুড়ে মরে— মুঠো মুঠো বাক্যধূলা আঁচল পূরিয়া, আনন্দে অধীর হয়ে ঘরে নিয়ে যায়। 있어(r