পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ এক জন বৃদ্ধা । কে তুমি গা, কার বাছা চোখে অশ্রুজল, ভিখারিণী বেশে কেন রয়েছ দাড়ায়ে এক পাশে !— বালিকা । (কাদিয়া উঠিয়া) জননী গো আমি অনাথিনী । বৃদ্ধা । আহা মরে যাই । পান্থগণ । ছুয়োন ছুয়োনা ওরে— কে গো তুমি, জান না কি অনাচারী রঘু— তাহারি দুহিতা ওযে । বৃদ্ধা । ছিছিছি, কি ঘৃণা ! ( প্রস্থান ) ( দেবীমন্দিরের কাছে গিয়া ) বালিকা। জগৎ-জননী মাগো, তুমিও কি মোরে নেবে না ? তুমিও কি মা ত্যজিবে অনাথে ? ঘৃণায় সবাই যারে দেয় দূর করে সে কি মা তোমারো কোলে পায় না আশ্রয় ? মন্দিররক্ষক। দূর হী, দূর হ তুই অনাৰ্য্যা অশুচি। কি সাহসে এসেছিস্ মন্দিরের মাঝে ! জননী ও দুহিতার প্রবেশ জননী । আরতির বেলা হল, আয় বাছ আয় । আয়রে আয়রে মোর বুক-চেরা ধন । মন্দিরের দীপ হতে কাজল পরাব অকল্যাণ যত কিছু যাবে দূর হয়ে । ՀԳ:Տ