এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রকৃতির প্রতিশোধ নাইক কাহারো” পরে ঘৃণা অনুরাগ । যে আসে আস্থক কাছে, যায় যাক দূরে জেনো বৎসে মোর কাছে সকলি সমান । বালিকা। আমি প্রভু, দেব নর সবারি তাড়িত, মোর কেহ নাই— সন্ন্যাসী । আমারো ত কেহ নাই । দেব নর সকলেরে দিয়েছি তাড়ায়ে । বালিকা। তোমার কি মাতা নাই ? সন্ন্যাসী নাই । বালিকা পিতা নাই ? সন্ন্যাসী । নাই বৎসে । বালিকা সখী কেহ নাই ? সন্ন্যাসী । কেহ নাই । বালিকা। আমি তবে কাছে র’ব, ত্যজিবে না মোরে ? সন্ন্যাসী। তুমি ন ত্যজিলে মোরে আমি ত্যজিব না। বালিকা । যখন সবাই এসে কহিবে তোমারে— রঘুর দুহিতা, ওরে ছুয়ো না ছুয়ো না, অনাৰ্য্য অশুচি ওযে স্লেচ্ছ ধৰ্ম্মহীন— তখনো কি ত্যজিবে না ? রাখিবে কি কাছে ? সন্ন্যাসী । ভয় নাই—চল বৎসে তোর গৃহ যেথা । ( প্রস্থান ) २b’>