পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ বালিকা । সন্ন্যাসী । বালিকা । চতুর্থ দৃশু) পথপাশ্বে বালিকার ভগ্ন-কুটার পিতা ! আহা পিতা বলে কে ডাকিলি ওরে । সহসা শুনিয়া যেন চমকি উঠিলু । কি শিক্ষা দিতেছ প্রভু বুঝিতে পারিনে । শুধু বলে দাও মোরে আশ্রয় কোথায় । কে আমারে ডেকে নেবে, কাছে করে নেবে, মুখ তুলে মুখপানে কে চাহিবে মোর ? আশ্রয় কোথায় পাবি এ সংসার মাঝে ! এ জগৎ অন্ধকার প্রকাণ্ড গহবর— আশ্রয় আশ্রয় বলে শত লক্ষ প্রাণী বিকট গ্রাসের মাঝে ধেয়ে পড়ে গিয়া বিশাল জঠরকুণ্ডে কোথা পায় লোপ । মিথ্যা রাক্ষসীরা মিলে বাধিয়াছে হাট, মধুর দুর্ভিক্ষ রাশি রেখেছে সাজায়ে, তাই চারিদিক হতে আসিছে অতিথি যত খায় ক্ষুধা জ্বলে, বাড়ে অভিলাষ, অবশেষে সাধ যায় রাক্ষসের মত ミb"ミ