পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালিকা । বালিকা । পথিক । সন্ন্যাসী। প্রকৃতির প্রতিশোধ জগৎ মুঠায় করে মুখেতে পূরিতে । হেথা হতে চলে আয়—চলে আয় তোরা। এখানে ত সকলেই সুখে আছে পিতা । দুরেতে দাড়িয়ে আমি চেয়ে চেয়ে দেখি । হায় হায় ইহাদের বুঝাব কেমনে ? সুখ দুঃখ দুই সে যে এ বিশ্বের ব্যাধি । জগৎ জীবন্ত মৃতু্য—অনন্ত যন্ত্রণা ; মরণ মরিতে চায় মরিছে না তবু চিরদিন মৃত্যুরূপে রয়েছে বাচিয়া । জগৎ মৃত্যুর নদী চিরকাল ধরে পড়িছে সমুদ্র মাঝে ফুরায় না তবু— প্রতি ঢেউ, প্রতি তৃণ, প্রতি জলকণা কিছুই থাকে না, তবু সে থাকে সমান । বিশ্ব মহা মৃতদেহ তারি কীট তোরা মরণেরে খেয়ে খেয়ে রয়েছিস্ বেঁচে, দুদণ্ড ফুরায়ে যাবে কিলিবিলি করি আবার মৃতের মাঝে রহিবি মরিয়া । কি কথা বলিছ পিতা ভয় হয় শুনে । পথে একজন ভিক্ষুক পথিকের প্রবেশ আশ্রয় কোথায় পাব ? অাশ্রয় কোথায় ? আশ্রয় কোথাও নাই—কে চাহে আশ্রয় ? こしへ○