পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালিকা । সন্ন্যাসী । বালিকা । সন্ন্যাসী । স্ত্রী । প্রকৃতির প্রতিশোধ পলায়ন ! পলায়ন ! ছিছি পলায়ন ! অবহেলা করি আমি বিশ্বজগতেরে বালিকা দেখিয়া শেষে পালাইতে হবে । কখন না, পালাব না, রহিব এমনি । প্রকৃতি, এই কি তোর মায়া ফাদ যত । এ উর্ণা-জালে ত শুধু পতঙ্গেরা পড়ে। ( চমকিয়া জাগিয়া ) প্রভু চলে গেছ তুমি ! গেছ কি ফেলিয়া ! কেন যাব । কার ভয়ে পলাইব আমি ! ছায়ার মতন তোরে রাখিব কাছেতে, তবুও রহিব আমি দূর হতে দূরে। ওই শোন রাজপথে মহা কোলাহল । কোলাহল মাঝে আমি রচিব নির্জন, নগরে পথের মাঝে তপোবন মোর, পাতিব প্রলয়াসন স্বষ্টির হৃদয়ে। একজন পুরুষ ও স্ত্রীলোকের প্রবেশ ( কোন পুরুষের প্রতি ) যাও, যাও, আর মুখের ভালবাসা দেখাতে হবে না ! পুরুষ। কেন, কি অপরাধ করলুম ! স্ত্রী। জানিগো জানি, তোমরা পুরুষ মানুষ, তোমাদের পাষাণ প্রাণ । २b~१