প্রকৃতির প্রতিশোধ পুরুষ । আচ্ছা, আমাদের পাষাণ প্রাণই যদি হবে, তবে ফুলশরকে কেন ডরাই ? (অন্য সকলের প্রতি ) কি বল ভাই ! যদি পাষাণই হবে তবে কি আর ফুলশরের আঁচড় লাগে ! ১ । বাহবা, বেশ বলেছ ! ২। সাবাস্, খুড়ো, সাবাস্ ! ৩ । (স্ত্রীলোকের প্রতি ) কেমন ! এখন জবাব দাও ! পুরুষ । না, তাই বলচি ! তোমরা ত দশ জন আছ, তোমরাই বিচার করে বল না কেন, যদি পাষাণ প্রাণই হবে, তবে— ৪ । ঠিক কথা বলেছ! তুমি না হলে আমাদের মুখ রক্ষা করত কে ? ৫ । খুড়ো এক একটা কথা বড় সরেশ বলে ! ৬। হাঃ আমিও আমন বলতে পারতুম ! ও কি আর নিজে বলে ! কোন পুথি থেকে পড়ে বলচে । আর এক জন । কিহে কি কথাটা হচ্চে ! কি কথাটা হচ্ছে ! সেই ব্যক্তি। শোন, তোমায় বুঝিয়ে বলি ! এই উনি বলছিলেন, তোমরা পুরুষ মানুষ, তোমাদের পাষাণ প্রাণ– তাইতে আমি বল্লেম, আচ্ছা যদি পাষাণ প্রাণই হবে, তবে ফুলশরের আঁচড় লাগবে কি করে । বুঝেছ ভাবখান ! অর্থাৎ যদি—
পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।