পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ ৭ । আমাকে আর বোঝাতে হবে না দাদা ! আমি আর বুঝিনি। আজ বাইশ বৎসর ধরে আনি নিজ সহরে গুড়ের কারবার করে আসচি আর একটা মানে বুঝতে পারব না এ কোন কথা । সেই ব্যক্তি । (স্ত্রীলোকের প্রতি ) কেমন, এখন একটা জবাব দাও । সকল স্ত্রীলোক মিলিয়া গান কথা কোস্নে লো রাই শু্যামের বড়াই বড় বেড়েছে। কে জানে ও কেমন করে মন কেড়েছে ! শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে ! এক জন পুরুষের গান প্রিয়ে, তোমার টেকি হলে যেতেম বেঁচে, রাঙা চরণতলে নেচে নেচে ! টিপ্‌চিপিয়ে যেতেম মারা, মাথা খুড়ে হতেম সারা, কানের কাছে কাকচিয়ে মানটি তোমার নিতেম যেচে । ১ । বাহবা দাদা ! বেশ গেয়েছ । ২ । বেশ, বেশ, সাবাস ! ৬। আরে দূর, ওকে কি আর গান বলে। গাইত বটে নিতাই ; যে হা, শুনে চক্ষু দিয়ে অশ্র পড়ত। ( প্রস্থান ) Հե Տ 19