পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ পঞ্চম দৃশ্য গুহা দ্বারে বালিকা। না পিতা ও সব কথা বোলো না আমারে, শুনে ভয় করে শুধু বুঝিতে পারিনে। সন্ন্যাসী। তবে থাক, তবে তুই কাছে আয় মোর, দেখি তোর অতি মৃদু স্পর্শ সুকোমল । আহা, তোর স্পর্শ মোর ধ্যানের মতন, সীমা হতে নিয়ে যায় অসীমের দ্বারে । এ কি মায়া ? এ কি স্বপ্ন ? এ কি মোহ-ঘোর ;– জগৎ কি মায়া করে ছায়া হয়ে গিয়ে করিছে প্রাণের কাছে অনন্তের ভাণ ? (দূরে সরিয়া) বালিকা, এ সব কথা না শুনিবি যদি সন্ন্যাসীর কাছে তবে এলি কি আশায় ? বালিকা। আমি শুধু কাছে কাছে রহিব তোমার, মুখপানে চেয়ে র’ব বসি পদতলে । নগরের পথে যবে হইবে বাহির ওই হাত ধরে আমি যাব সাথে সাথে । সন্ন্যাসী । পিঞ্জরের ছোট পাখী আহা ক্ষীণ অতি, এরে কেন নিয়ে যাই অনন্তের মাঝে ? ডান দিয়ে মুখ ঢেকে ভয়ে হল সারা, ૨જે ૦