পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ বালিকা, বালিকা, তোর এ কি ছেলেখেলা । আমি যে সন্ন্যাসী যোগী মুক্ত নির্বির্বকার সংসারের গ্রন্থিহীন, স্বাধীন সবল, এ ধুলায় ঢাকিবি কি আমার নয়ন ? ( কিয়ৎক্ষণ থামিয়া ) বাছারে অমন করে চাহিয়া কেনরে ! কেনরে নয়ন দুটি করে ছল ছল । জানিসনে তুই, মোরা সন্ন্যাসী বিরাগী আমাদের এ সকল ভালো নাহি লাগে । ছিছি, জনমিল প্রাণে একি এ বিকার, সহসা কেনরে এত করিল চঞ্চল ? কোথা লুকাইয়া ছিল হৃদয়ের মাঝে ক্ষুদ্র রোষ, অগ্নিজিহব নরকের কীট, কোন অন্ধকার হতে উঠিল ফুসিয়া ? এত দিন অনাহারে এখনো মরেনি, হৃদয়ে লুকানো আছে এ কি বিভীষিকা ? কোথা যে কে আছে গুপ্ত কিছু ত জানিনে ; হৃদয়-শশান মাঝে মৃত প্রাণী যত প্রাণ পেয়ে নাচিতেছে কঙ্কালের নাচ কেমনে নিশ্চিন্ত হয়ে রহি আমি আর ! ( প্রকাশ্বে ) দাও বৎসে, এনে দাও ফল ফুল তব, ミぶの8