পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



আশার নৈরাশ্য

ওরে আশা, কেন তোর হেন দীন বেশ?
নিরাশারি মত যেন বিষন্ন বদন কেন?
যেন অতি সঙ্গোপনে,
যেন অতি সন্তর্পণে
অতি ভয়ে ভয়ে প্রাণে করিস প্রবেশ!
ফিরিবি কি প্রবেশিবি ভাবিয়া না পাস,
কেন, আশা, কেন, তোর কিসের তরাস?
বহুদিন, আসিস্ নি প্রাণের ভিতর,
তাই কি সঙ্কোচ এত তোর?

আজ আসিয়াছ দিতে যে স্থখ-আশ্বাস,
নিজে তাহা কর না বিশ্বাস।
তাই মুখ ম্লান অতি, তাই হেন মৃদু-গতি,
তাই উঠিতেছে ধীরে দুখের নিশ্বাস।
বসিয়া মবম-স্থলে কহিছ চোখের জলে—
“বুঝি, হেন দিন রহিবে না।
আজ যাবে, আসিবে ত কাল
দুঃখ যাবে ঘুচিবে যাতনা।”
কেন, আশা, মোরে কেন হেন প্রতারণা?

১৭