পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ সন্ন্যাসী। কিছু ভয় করিস্নে, কোনো দোষ নেই— তোরে ফেলে আর কভু যাব না বালিকা । ( গুহার কাছে গিয়া ) একি অন্ধকার হেথা, এ কি বদ্ধ গুহা ? আয়, বাছা, মোরা দোহে বাহিরেতে যাই চাদের আলোতে গিয়ে বসি একবার। ( বাহিরে আসিয়া ) আহ এ কি সুমধুর, এ কি শান্তিস্থধা ! কি আরামে গাছগুলি রয়েছে দাড়ায়ে ! মনে সাধ যায় ওই তরু হয়ে গিয়ে চন্দ্রালোকে দাড়াইয়া স্তব্ধ হয়ে থাকি । ধীরে ধীরে কত কি যে মনে আসিতেছে ! অতীতের অতি দূর ফুলবন হতে বায়ু যেন বহে আসে নিশ্বাসের মত, সাথে লয়ে পল্লবের মৰ্ম্মর বিলাপ, মিলিত জড়িত শত পুষ্পগন্ধরাশি । এমনি জোছনা রাত্রে কোনখানে ছিনু, কা’রা যেন চারি পাশে বসে ছিল মোর ! তোরি মত দুয়েকটি মধুমাখা মুখ চাদের আলোতে মিশে পড়িতেছে মনে । আর নারে—আর নারে আর ফিরিব না । তোদের অনেক দূরে ফেলিয়া এসেছি। \5) o o