পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালিকা ৷ প্রকৃতির প্রতিশোধ নবম দৃশু) গুহায় সন্ন্যাসী আহ এ কি শান্তি, এ কি গভীর বিরাম ! অন্তর বাহির যাবে, যাবে দেশ কাল— “আছি” মাত্র রবে শুধু আর কিছু নয়। দীপহস্তে বালিকার প্রবেশ দুই দিন দুই রাত্রি চলে গেছে পিতা গুহার ছয়ারে আমি বসিয়া রয়েছি, তাই আজ একবার এসেছি দেখিতে । একটিও জনপ্রাণী আসেনি হেথায়, দীর্ঘ দিন, দীর্ঘ রাত্রি গিয়েছে কাটিয়া, কেন হেথা অন্ধকারে একা বসে আছ । কতক্ষণ বসে বসে শুনিমু সহসা তুমি যেন স্নেহবাক্যে ডাকিছ আমারে। নিতান্ত একেলা তুমি রয়েছ যে পিতা তাই আর পারিনু না, আসিলাম কাছে। ও কি প্রভু, কথা কেন কহিছ না তুমি ; ও কি ভাবে চেয়ে আছ মোর মুখপানে ? অপরাধ করেছি কি ? যাব তবে চলে ? ○○○